26 C
আবহাওয়া
২:০৯ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আমাকে উদ্ধারের প্রয়োজন নেই, গোলাবারুদ প্রয়োজন: জেলেনস্কি

আমাকে উদ্ধারের প্রয়োজন নেই, গোলাবারুদ প্রয়োজন: জেলেনস্কি


বিএনএ, বিশ্বডেস্ক : নিরাপদে ইউক্রেন থেকে সরিয়ে আনতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রস্তাব দিয়েছিল আমেরিকা। তবে তিনি সে প্রস্তাব প্রত্যাখান করেছেন।

একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘লড়াই এখানে। আমাকে উদ্ধারের প্রয়োজন নেই, আমার গোলাবারুদ প্রয়োজন।’

ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে মার্কিন ও ইউক্রেনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, মার্কিন সরকার জেলেনস্কিকে সাহায্য করতে প্রস্তুত।

রাশিয়ান আক্রমণের প্রতিক্রিয়ার নিজের ভূমিকার জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন জেলেনস্কি ।

সাবেক এই কৌতুক অভিনেতা তার আগের এক বক্তব্যে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, ‘যখন আপনি আমাদের আক্রমণ করবেন, আপনি আমাদের মুখ দেখতে পাবেন। আমাদের পিঠ নয়।’

তিনি বলেছিলেন, ‘আমরা সবাই এখানে এবং আমরা এখানেই থাকবো।’

এদিকে হামলার দ্বিতীয় দিন শুক্রবার মধ্যরাতে রাজধানী কিয়েভের চারদিক ঘিরে ফেলেছে রুশ সেনারা।এ সময় মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠে গোটা কিয়েভ। শনিবার ভোরে কিয়েভের একটি সেনাঘাঁটিতে রাশিয়া হামলা শুরু করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ