24 C
আবহাওয়া
৫:৩৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চতুর্থ ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু আজ

চতুর্থ ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু আজ

একাদশে ভর্তি কার্যক্রম চলছে পুরোদমে

বিএনএ, ঢাকা: কলেজ পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ বঞ্চিত শিক্ষার্থীদের চতুর্থ ধাপে অনলাইন আবেদন শুরু হয়েছে আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে। এসময় যারা কলেজ পরিবর্তন করতে চায় তারাও বোর্ডে কলেজ বাতিল করে পুনরায় আবেদন করতে পারবেন। ঢাকা শিক্ষাবোর্ড এ তথ্য জানিয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় (সর্বশেষ) চতুর্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চতুর্থ ধাপে অনলাইনে আবেদন ও সফটওয়্যারের মাধ্যমে মেধা তালিকা প্রকাশ করা হবে। আবেদন গ্রহণ শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন যাচাই বাছাই করা হবে ২৮ ফেব্রুয়ারি। ফল প্রকাশ করা হবে ১ মার্চ।

ঢাকা শিক্ষা বোর্ড জানায়, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারা দেশে ১৫ লাখ ৬ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে তৃতীয় ধাপ পর্যন্ত ১৪ লাখ ৬৩ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়।

আবেদন করেও সারা দেশে ভর্তির সুযোগ পায়নি ৪৩ হাজার ৩৩০ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছে ১ হাজার ৩০০ জন।

২০২১ সালের এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩০ ডিসেম্বর। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

গত বছরের এসএসসি পরীক্ষা অন্যান্য বছরের মতো হয়নি। পরীক্ষা হয় শুধু নৈর্বাচনিক বিষয়ে। আর আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়া হয়। কয়েক দফা ভর্তি শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণিতে সশরীরে ক্লাস শুরু হবে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ