23 C
আবহাওয়া
৪:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » পাবনায় প্রবাসীর স্ত্রী-সন্তানকে হত্যা

পাবনায় প্রবাসীর স্ত্রী-সন্তানকে হত্যা

পাবনা

বিএনএ, পাবনা : পাবনার চাটমোহর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮)। তারা দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী-সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা বলেন, আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানানো যাবে।

স্থানীয় মেম্বার মো. নান্নু বলেন, বাড়িতে ওই মহিলা, তার শিশু ছেলে ও শাশুড়ি বসবাস করতেন। বাড়ির ভবন তৈরি কাজ চলছে। ধারণা করা হচ্ছে- কেউ হয়ত টাকা-পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। মহিলার মরদেহ রান্না ঘরে পড়েছিল এবং ছেলেটির মরদেহ পাশের এক গাছে ঝুলছিল।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ