17 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » হাতির আক্রমণে আহত যুবকের মৃত্যু

হাতির আক্রমণে আহত যুবকের মৃত্যু

বন্য হাতির আক্রমণে বিজিবি সদস্য নিহত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণে আহত হয়ে ২৮দিন চিকিৎসাধীন থাকার পর বদরুদ্দিন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকাল চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানায় যুবকের পরিবার।

জানা যায়, নিহত বদরুদ্দিন বটতলী ইউনিয়নের নুর পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলো । বদরুদ্দিন এর মামা বটতলী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুনুর রশীদ হারুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা যায়,  বন্য হাতির আক্রমণের শিকার বদরুদ্দীন  গুরুতর আহত হয়ে দীর্ঘ ২৮ দিন চিকিৎসাধীন ছিল । বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  গত ২৭ ডিসেম্বর রাত ১০টার দিকে  উপজেলার বটতলী হযরত শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ মাঠ সংলগ্ন পাহাড়ের টিলায় বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় হাতির আক্রমণে গুরুতর আহত হন বদরুদ্দিন ।

এনামুল হক নাবিদ/এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ