21 C
আবহাওয়া
৯:১৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি, চীনা প্রকৌশলীর ৮ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি, চীনা প্রকৌশলীর ৮ বছর কারাদণ্ড


বিএনএ, ডেস্ক : যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির দায়ে এক চীনা প্রকৌশলীকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি চীনা সরকারের পক্ষে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতেন। অভিযুক্ত ব্যক্তির নাম জি চাওকুন।

সিএনএনের খবরে বলা হয়, শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন ওই গুপ্তচর।  ২০১৩ সালে ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজিতে বৈদ্যুতিক প্রকৌশলে অধ্যয়ন করতে যুক্তরাষ্ট্রে আসেন এবং পরে মার্কিন সেনাবাহিনীর রিজার্ভে তালিকাভুক্ত হন। ২০১৮ সালে তাকে গ্রেফতার করা হয়।

গত সেপ্টেম্বরে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) এজেন্ট হিসেবে অবৈধভাবে কাজ করায় এবং মার্কিন সেনাবাহিনীর কাছে একটি বস্তুগত মিথ্যা বিবৃতি দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয় ৩১ বছর বয়সী জি চাওকুনকে।

দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন কোম্পানিগুলো দ্বারা উন্নত মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তিতে অ্যাক্সেস পাওয়ার জন্য চীনা গোয়েন্দাদের প্রচেষ্টার অংশ ছিল জি-এর গুপ্তচরবৃত্তি।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ