22 C
আবহাওয়া
১:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশ ৫ উইকেটে আরব আমিরাতকে হারাল

বাংলাদেশ ৫ উইকেটে আরব আমিরাতকে হারাল

আইসিসি অনুর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC U19 Women’s T20 World Cup 2023) শেষ খেলায় আজ বুধবার(২৫জানুয়ারি) বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের(UAE U19S V BANGLADESH U19S)

দক্ষিণ আফ্রিকায় চলমান আইসিসি অনুর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC U19 Women T20 World Cup 2023) শেষ খেলায় বুধবার(২৫জানুয়ারি) বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতকে(UAE U19S V BANGLADESH U19S) ৫ উইকেটে পরাজিত করেছে। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় খেলাটি শুরু হয় ওভালের নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি মাঠে।

আরব আমিরাত(UAE U19S) দল টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভার খেলে ৯ উইকেটের বিনিময়ে ৬৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

৭০রানে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে বাংলাদেশ দল ৯.১ ওভার খেলে ৫উইকেটের বিনিময়ে ৭৪রান সংগ্রহ করে। ফলে বাংলাদেশ ৫ উইকেটে জয় পেয়েছে। স্বর্ণা আকতার ১৯ বলে বাংলাদেশের পক্ষে সবোর্চ্চ ৩৮ রান নিয়েছেন। আরব আমিরাত দল কোন অতিরিক্ত রানেই দেয় নি বাংলাদেশ কে। কিন্ত বাংলাদেশ দিয়েছে ৫ রান।

বাংলাদেশের রাবেয়া ৪ ওভার খেলে ৩ উইকেট পেয়েছেন। মারুফা ২,রিয়া শিখা ১ এবং স্বর্ণা আকতার একটি উইকেট পান।

আরও পড়ুন : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলার সূচি

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ