23 C
আবহাওয়া
৩:১১ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ভেসে উঠলো দুই মরদেহ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ভেসে উঠলো দুই মরদেহ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ভেসে উঠলো দুই মরদেহ

বিএনএ নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের নারী ও যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে বন্দর উপজেলার হাজীগঞ্জ ফেরিঘাট ও একরামপুর এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। তাদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলে  ধারণা করছে পুলিশ।

নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের উপপরিদর্শক ফোরকান মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, শীতলক্ষ্যা নদীতে দুই স্থানে নারী ও যুবকের দুইটি মরদেহ দেখতে পেয়ে নৌ-পুলিশকে জানায় এলাকাবাসী। পরে নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নারীর মরদেহের পায়ে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে যুবকের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ফোরকান মিয়া।

এদিকে, মরদেহ দুইটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ণয় করতে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে সিআইডির একটি তদন্ত দল।

বিএনএনিউজ/বুলবুল,আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ