Bnanews24.com
Home » করোনায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৫৫২৭
করোনা ভাইরাস টপ নিউজ সব খবর

করোনায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৫৫২৭

করোনায় মৃত্যু

বিএনএ, ঢাকা : গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৫২৭ জনের। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ২৭৩ জন।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৯ হাজার ৭৩টি নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ১৭ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ১০ জন ঢাকার, ৪ জন চট্টগ্রামের এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহের ১ জন করে আছেন।

বিএনএনিউজ/এইচ.এম।