29 C
আবহাওয়া
৫:০২ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » শিক্ষার্থীদের জোর করে টিসি দিলে ব্যবস্থা

শিক্ষার্থীদের জোর করে টিসি দিলে ব্যবস্থা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

বিএনএ, ঢাকা: পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীকে জোর করে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দিলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শিক্ষা বোর্ড। একইসঙ্গে শৃঙ্খলাভঙ্গকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে ছাড়পত্রের (টিসি) অনুমতি নিতে হবে।

গত ২০ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের সই করা এক অফিস আদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিকে সতর্ক করে এই নির্দেশনা দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন কোনও শিক্ষা প্রতিষ্ঠান অকৃতকার্য বা শৃঙ্খলা ভঙ্গকারী শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক ছাড়পত্র (টিসি) প্রদান করছে। যা তাদের এখতিয়ার বহির্ভূত। ছাড়পত্র দেওয়ার এখতিয়ার শুধু বোর্ডের। কোনও শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে আগের শ্রেণিতে রেখে যথাযথ শিক্ষাদানের মাধ্যমে মান উন্নয়নের ব্যবস্থা করতে হবে। আর শৃঙ্খলাভঙ্গকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে ছাড়পত্রের (টিসি) অনুমতি নিতে হবে।

অফিস আদেশে আরও বলা হয়, এসব বিষয়ে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ