বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন নয়া প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার প্রসঙ্গে মুখ খুলেছেন জো বাইডেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বিচার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি মনে করি, এটা হতেই হবে।’ তিনি আরও বলেন, ‘যদি এটা অর্থাৎ ট্রাম্পের অভিশংসন বিচার না হয় তাহলে এর খুব বাজে প্রভাব পড়বে।’
তবে বাইডেন মনে করেন না যে ট্রাম্পকে অভিযুক্ত করার পক্ষে ১৭ রিপাবলিকান ভোট দেবে। তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর সিনেটে অনেক পরিবর্তন হয়েছে ঠিকই তবে এতোটা পরিবর্তন হয়নি।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে উগ্র ট্রাম্প-সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে।
১৩ জানুয়ারি ২৩২-১৯৭ ভোটে পাস হয় প্রস্তাবটি। চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি সোমবার সিনেটে পাঠানো হয়েছে। সেখানে বিচারপ্রক্রিয়ার পর দুই-তৃতীয়াংশ ভোটে পাস করাতে হবে এটি। এর জন্য প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের পাশাপাশি ১৭ জন রিপাবলিকানের ভোটও প্রয়োজন হবে। (পার্সটুডে)
বিএনএনিউজ/ এইচ.এম,রেহেনা ইয়াসমিন , শিরিন সুলতানা