15 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

বিএনএ, আদালত প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে দুনীতি দমন কমিশন(দুদক) করা মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকার বিশেষ বিচারিক আদালত-৬ এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণ করার দিন ধার্য ছিকো।কিন্তু ডিআইজি মিজানের অন্য আরেক মামলায় সাক্ষ্য থাকায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আদালত নতুন এ দিন ধার্য করেন।

মামলায় ৩৩ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন- ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার ওরফে রত্মা রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান।

আসামিদের মধ্যে ডিআইজি মিজান এবং মাহমুদুল হাসান কারাগারে রয়েছেন। ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার ওরফে রত্মা রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক রয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি এ দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে গত ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

মামলার পর আত্মগোপনে থাকা ডিআইজি মিজান গত ১ জুলাই হাইকোর্টে জামিনের আবেদন করলে তা নাকচ হয় এবং তাকে পুলিশে সোপর্দ করেন। গত ২ জুলাই আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার ভাগ্নে মাহমুদুল হাসান ৪ জুলাই একই আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিএনএ নিউজ/এসবি, জেবি

Loading


শিরোনাম বিএনএ