37 C
আবহাওয়া
৬:০৯ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » সেরামের ভ্যাকসিন প্রয়োগের অনুমতি ঔষধ প্রশাসনের

সেরামের ভ্যাকসিন প্রয়োগের অনুমতি ঔষধ প্রশাসনের

সেরামের ভ্যাকসিন প্রয়োগের অনুমতি ঔষধ প্রশাসনের

বিএনএ, ঢাকা : ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে সরকারিভাবে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ কথা জানান।

মাহবুবুর রহমান বলেন, ভ্যাকসিনের প্রতিটি লটের নমুনা পরীক্ষা করা হয়েছে। আগামীকাল এই ভ্যাকসিন দিয়েই শুরু হবে করোনার টিকাদান।

গতকাল সোমবার ভারত থেকে ভ্যাকসিনের প্রথম চালানে ৫০ লাখ ডোজ ঢাকায় পৌঁছায়। পরে তা নিয়ে যাওয়া হয় টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউজে। সেখান থেকে প্রতিটি লটের নমুনা পরীক্ষার জন্য ঔষধ প্রশাসন অধিদফতরে পাঠানো হয়েছিল।

তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। সরকার ২৭ জানুয়ারি থেকে ভ্যাকসিন দান কর্মসূচী শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ