24 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু

ট্রাম্প

বিএনএ, বিশ্ব ডেস্ক : অভিশংসনের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিচার শুরু করতে প্রতিনিধি পরিষদ থেকে সিনেটে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে অভিযোগ উপস্থাপন করা হয়েছে।

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের হামলায় এক পুলিশ সদস্যসহ ৫ জন নিহত হওয়ার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগে আনা হয়েছে।

জানা গেছে, প্রতিনিধি পরিষদের নয় ডেমোক্র্যাট সদস্য ট্রাম্পের এই অভিশংসন প্রক্রিয়ায় প্রসিকিউটরের ভূমিকায় থাকছেন। ওই প্রসিকিউটররা অভিশংসনের বিচার শুরুর জন্য আনুষ্ঠানিক অভিযোগ কংগ্রেসের কাছে হস্তান্তর করেন। প্রধান প্রসিকিউটর জেমি রাসকিন কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ