25 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ১১ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ

১১ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ

ক্রিকেট টিম

স্পোর্টস ডেস্ক: আগের দুই ম্যাচে দেড়শর নিচেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে লক্ষ্যটা প্রায় তিনশ ছোঁয়া। আগের দুই ম্যাচের মতো তৃতীয় ওয়ানডেতেও শুরুটা ভালো হলো না সফরকারীদের। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে তামিমের দল।

সোমবার (২৫ জানুয়ারি) বন্দরনগরী চট্টগ্রামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। শুরুটা ভালো না হলেও চার অভিজ্ঞ ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ।

নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান। যা চট্টগ্রামের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান। এই ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল ৬৪, সাকিব আল হাসান ৫১, মুশিকুর রহিম ৬৪ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ৬৪ রান করেন।

বিশাল রানে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মুস্তাফিজের আঘাতে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৭ রানেই সাজঘরে ফিরেছেন কেজোরান অটলি। গুড লেন্থে পরা অফ সুইংয়ের বল তার ব্যাটে আলতো ছোঁয়া লেগে চলে যায় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে। ৮ বলে ১ রান করে আউট হন ওটলি।

এরপর মিরাজের আগাত। আগের ম্যাচে করেছিলেন ক্যারিয়ার সেরা বোলিং। হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। সেখান থেকেই যেন তৃতীয় ওয়ানডে শুরু করলেন মেহেদি হাসান মিরাজ। নিজের তৃতীয় ওভারেই পেয়েছেন উইকেট। ২৩ বলে ১১ রান করা কাইল মায়ারসকে সাজঘরে ফিরিয়েছেন এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে।

এবার ক্যারিবিয়ান শিবিরে জোড়া আঘাত হেনেছেন সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামা মোহাম্মদ সাইফউদ্দীন। অধিনায়ক জেসন মোহাম্মদকে (১৭) ফেরানোর পর এনক্রুমাহ বোনারকে (৩১) বোল্ড করেন তিনি। ফের মিরাজের বলে ৫ রানে বিদায় নেন জাহমার হ্যামিল্টন।

এরপর আক্রমনে আসেন সৌম্য। এসেই তুলে নিলেন ৪৭ রান করা রভম্যান পাওয়েলকে। ১১ রানে রান আউট হন আলজারি জোসেফ। এরপর আকিল হোসেইনকে শূন্য রানে ফিরিয়ে দেন সাইফউদ্দিন। রেমন্ড রেইফারকে রানে ফিরিয়ে দেন তাসকিন। ৪৪.২ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ দল। ১২০ রানে বিশাল জয় পায় বাংলাদেশ।

এর ফলে ৩ ম্যাচ সিরিজে বাংলাওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ। এর মাধ্যমে দীর্ঘ ১১ বছর পর আবারো ক্যারিবীয়দের বাংলাওয়াশ করেছে টাইগাররা। এর আগে ২০০৯ সালের উইন্ডিজ সফরে এমন কীর্তি গড়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ