18 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৮, ২০২৫
Bnanews24.com
Home » কাজাখস্তানে ৬৭জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

কাজাখস্তানে ৬৭জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত


বিএনএ, বিশ্বডেস্ক : মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে ৬৭ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাজটি ৬৭ জন যাত্রী ও পাঁচ জন ক্রুসহ বিধ্বস্ত হয়।

আজারবাইজান এয়ারলাইন্সের ওই বিমানটি দেশের দক্ষিণ-পশ্চিমের আকতাও শহরে অবতরণ করছিল, এ সময় তাতে আগুন ধরে যায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটির আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

বিমানের ভেতর কেউ কেউ জীবিত থাকতে পারেন বলে প্রাথমিক তথ্যের বরাত দিয়ে তারা ধারণা প্রকাশ করেছেন।

তবে, এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ