বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরার আমর্ড পুলিশ ব্যাটালিয়নে সামনে দ্রুতগামী ট্রাকে ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০)এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া একটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত সোয়া চারটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা পথচারী মো. গোলাম রব্বানী জানান,উত্তরা পূর্ব থানাধীন আমর্ড পুলিশ ব্যাটালিয়নে সামনে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় আহত হন। আমরা তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান,নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/এইচ.এম।