বিএনএ, বরিশালঃ বরিশালে নৌকার পক্ষে ভোট চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধীরা। সোমবার (২৫ ডিসেম্বর) থেকে নগরীর বিভিন্ন এলাকায়) নৌকা মার্কায় ভোট চাইতে দেখা যায় তাদের।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামিমের নৌকা প্রতীকের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন দৃষ্টি প্রতিবন্ধীরা।
অনেকেই এ প্রচারণাকে নতুন কৌশল হিসেবে দেখছেন।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশালের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, তিন শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তাদের সংস্থায়। তার মধ্যে পঞ্চাশ জন মিলে নগরীর পলাশপুর, সাগরদী, রুপাতলী, নথুল্লাবাদসহ বিভিন্ন এলাকায় নৌকা মার্কার প্রচার প্রচারণা ও হ্যান্ডবিল বিতরণ ও ভোট চেয়েছেন।
তিনি আরও বলেন, নৌকার প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামিম অত্যন্ত ভালো মনের মানুষ। বিগত দিনে তিনি দৃষ্টি প্রতিবন্ধীদের থাকার জন্য জমির ব্যবস্থা করে দিয়েছেন।
বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ এইচ.এম।