বিএনএ, ফেনী: ফেনী-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ‘প্রতিশ্রুতি দিতে চাই না, কারণ এতে আচরণ বিধি লঙ্ঘন হবে, তবে আমি এমপি নির্বাচিত হলে এ এলাকার সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করে দেব। ভোটাররা ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দেবেন। আপনারা সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যাকে খুশি তাকে ভোট দেবেন। অতি উৎসাহী হয়ে কোন জাল ভোট নয়, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।’
সোমবার (২৫ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারি।
তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে আজ শূন্য হাতে এসেছি। আমার আজ দেওয়ার কিছু নেই। যদি আমি নৌকা প্রতীকে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হতে পারি, তবে এই আসনের সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করব।’
এ সময় ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম, শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঞা, শর্শদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান পাটোয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা বলেন, ‘নির্বাচনকে ঘিরে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে।’
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে কেন্দ্র কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে প্রার্থী নিজাম হাজারী নৌকার পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নিজাম হাজারীর নৌকা প্রতীকের গণসংযোগ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/ বিএম