18 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে ইয়াবাসহ কারবারি আটক

রাউজানে ইয়াবাসহ কারবারি আটক

রাউজানে ইয়াবাসহ কারবারি আটক

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোরশেদ আলম (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করছে পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১টার সময় উপজেলার উরকিরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নোয়াপাড়া আবদুল জব্বার মিস্ত্রির বাড়ী থেকে তাকে আটক করা হয়।

আটক মোরশেদ আলম উরকিরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আবদুল জব্বার মিস্ত্রির বাড়ীর মৃত আলী আহম্মদের পুত্র।

পুলিশ জানায়, এস আই টুটুন মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উরকিরচর ইউনিয়নের নোয়াপাড়া আবদুল জব্বার মিস্ত্রির বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোরশেদ আলমকে আটক করে। এসময় তার বসতঘরে রাখা ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ হোসেন জানান, সোমবার মাদক কারবারি মোরশেদ আলমের বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/ শফিউল আলম/ ‍বিএম

Loading


শিরোনাম বিএনএ