24 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৩

ময়মনসিংহে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৩

ময়মনসিংহে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৩

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে ।এতে ভৈরব ও নেত্রকোণা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পিছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,বালুবাহী ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।   এ সময় ট্রেন ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ট্রেনটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ