বিএনএ, ঢাকা:সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজেউন )। রোববার(২৪ ডিসেম্বর) ফজলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়।সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিটি গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফজলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বাদ আসর গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন ফজলুর রহমান।
১৯৭২ সালে সরিষার তেল উৎপাদনের মধ্য দিয়ে সিটি গ্রুপের কার্যক্রম শুরু হয়। এরপর নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ শুরু করেন তিনি। ওই সময় মূলত উৎপাদন, শিল্পোদ্যোগ ও ট্রেডিংয়ে বিনিয়োগ করা হয়।
নব্বই দশকের গোড়ার দিকে আরো প্রকল্প ও উদ্যোগ হাতে নেয় সিটি গ্রুপ। বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীনে রয়েছে ৪০টির বেশি প্রতিষ্ঠান। কাজ করছে প্রায় ২৫ হাজার মানুষ। প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ২৫ হাজার কোটি টাকা। বিএনএ/ ওজি