28 C
আবহাওয়া
১:৫০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » খাল কেটে লেক চুরি

খাল কেটে লেক চুরি


।। সানভীর ইসলাম।।

বিএনএ, জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন লেকটি প্রায় মৃত।  লেকটিতে নেই পানি, শীতে আসেনি কোনো অতিথি পাখি। এমনকি লেকটি পরিষ্কারেরও কোনো উদ্যোগও নেওয়া হয়নি।  অথচ লেকটি ছিল বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণীয় স্থান।  লেকের এ বেহাল দশার পিছনের কারণ উদঘাটন করতে গিয়ে পাওয়া যায় কিছু চমকপ্রদ তথ্য।

সরেজমিনে দেখা যায়, রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু হল সংলগ্ন লেকে খাল কেটে পানি সরিয়ে নেওয়া হচ্ছে পাশের পুকুরে।  সেই পানি দিয়ে মাছ চাষ করা হচ্ছে সেখানে। লেকে চাষ করা হচ্ছে গোখাদ্য। আর পুরো কার্যক্রমের পিছনে রয়েছে গেরুয়া অধিবাসী এহসাক। তিনি ওই লেকের ৮০ শতাংশ অংশের ইজারা নিয়েছেন।

এ বিষয়ে গেরুয়া অধিবাসী এহসাক বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ)-কে বলেন, ‘এই লেকটা আমার। আমি লেকের ৮০ শতাংশ অংশের মালিক (ইজারাদার)। আমি বিশ্বিবদ্যালয়ের কাছ থেকে অনুমতি নিয়েছি। অনুমতি নিয়েই লেক আর পুকুর একত্র করেছি আর লেকের মধ্যে গবাদি পশুর জন্য ঘাস লাগিয়েছি।’

লেকের পানি সরানো বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান (স্টেট) বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ)-কে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের থেকে  এহসাককে লেক ইজারা দেওয়া হয়েছে। সেখানে সে মাছ চাষ করতে পারবে। কিন্তু লেক থেকে পানি সরিয়ে নেওয়াটা সম্পূর্ণ অবৈধ। আমরা সেখানে সিকিউরিটি পাঠাচ্ছি।  অবৈধ কোনো কার্যক্রম সংগঠিত হলে আমরা এর ব্যবস্থা নিবো।’

লেকের বেহাল দশা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী সাদমান সাকিব সৌমিক বলেন, ‘লেক গুলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতিকে রক্ষা করে চলেছে। একটা সময় সুইজারল্যান্ড ও শান্তি নিকেতন ছিলো ক্যাম্পাসের সবচেয়ে মনোরম পরিবেশগুলো মধ্যে অন্যতম। অথচ আজকে কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি হুমকির মুখে। প্রশাসনের উচিত এ বিষয়গুলো যথাযথ তদারকি করা এবং লেক রক্ষায় কার্যকরী ভূমিকা রাখা।’

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ