19 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও’

‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও’

এসএসসি ৮৫’ চট্টগ্রাম কক্সবাজারে ২০২২

।।  ইয়াসীন হীরা।।   ‘বন্ধু’ শুধু একটি শব্দ নয়- এই শব্দের মাঝে মিশে আছে অত্যন্ত নির্ভরতা, আন্তরিকতা ও বিশ্বাস।  পরস্পর আন্তরিকতা ও বিশ্বাস যখন গাঢ় হয় তখনি হয় ‘বন্ধুত্ব’।পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ সম্পর্কের নাম ‘বন্ধুত্ব’। বন্ধুত্বে নেই সাদা-কালো, ধনী-গরিব। বন্ধুত্ব ধর্ম-বর্ণ, বয়স মানে না। বন্ধুত্বের প্রকৃতপক্ষে কোনো বয়স সীমা নেই।  বন্ধুত্বে লিঙ্গের স্থান নেই। হৃদয়ের সবটুকু আবেগ, মন খুলে অব্যক্ত সুপ্ত জমানো নিংড়ানো ভালোবাসাই যেন বন্ধুত্বকে রঙ্গিন করে। এমন এক স্বার্থহীন বন্ধুত্বের দুইদিন ব্যাপী মেলা বসেছে সমুদ্র সৈকত কক্সবাজারে।

এসএসসি ৮৫’ চট্টগ্রাম আয়োজিত ২৩ ও ২৪ ডিসেম্বর’২২ এর এই মিলন মেলায় সারাদেশের এসএসসি ৮৫’ বন্ধু-বান্ধবীরা ফিরে গেছে কৈশোরে! নেচে-গেয়ে, হৈ-চৈ, প্রাণের উচ্ছাস ভালাবাসায় আবারও একবার বন্ধুত্বকে ঝালাই করে নিয়েছে। বন্ধুত্বের টানে সুদূর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা থেকে এসেছেন কয়েকজন। তারা প্রমাণ করেছে রক্তের সম্পর্কের চেয়েও শক্তিশালী বাঁধন ‘বন্ধুত্ব’।

এসএসসি ৮৫’ চট্টগ্রাম র‍্যালি-০২
সৈকতের পথে এসএসসি ৮৫’  র‍্যালির

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ২৩ ডিসেম্বর সন্ধ্যায় বিশাল এক কেক কেটে মিলন মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়।

 

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ টুরিস্ট পুলিশ কক্সবাজার পযটন অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ জিল্লুর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন টুরিস্ট পুলিশের কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ জিল্লুর রহমান।

 

২৪ ডিসেম্বর সকালে জাতীয় সংগীত ও  র‍্যালীর মধ্য দিয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ টুরিস্ট পুলিশ কক্সবাজার পর্যটন অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ জিল্লুর রহমান।   শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএসসি ৮৫’ র সভাপতি ব্যারিস্টার সাওগাতুল আনোয়ার খান, সাধারণ সম্পাদক এম এ এম জসিম উদ্দিন।

এসএসসি ৮৫
কেক কাটার মাধ্যমে শুরু হয় মিলন মেলার সুচনা

 

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে শুরু হয় র‍্যালি। ঢোল, বাদ্য, বাজনা, ভেপু, বাঁশি নিয়ে সমুদ্র সৈকতে যায় তিন শতাধিক বন্ধু। প্রাণের উল্লাস ও আবেগে ফিরে যায় সেই দুরন্ত কৈশোরে। যেন ফিরে পেয়েছে সেই হারিয়ে যাওয়া সেই সোনালী অতীতকে! আহা কী আনন্দ আকাশে বাতাসে।

কক্সবাজারে এসএসসি ৮৫’ এর এ মিলন মেলার একাংশ
কক্সবাজারে এসএসসি ৮৫’ এর এ মিলন মেলার একাংশ

পুরো সৈকত যেন ‘এক খন্ড এসএসসি ৮৫’! কেউ বন্ধু-বান্ধবীদের হাত ধরে  হাটছে, কেউ আড্ডায় খুনসুটিতে মেতে ওঠেছে, কেউ কৈশোরের ভাল লাগা মানুষটিকে মিলিয়ে নিচ্ছে। কেউ  ছবি তুলে ফেসবুকে  আপলোড দিচ্ছে।আবার কেউ নোনা জলে শরীর ডুবিয়ে উল্লাস- আনন্দে মেতে ওঠেছে।

এসএসসি ৮৫-২০২২
সমুদ্র সৈকতে এসএসসি ৮৫-চট্টগ্রাম এর বন্ধুদের  কয়েকজন

 

দুইদিনের এই বন্ধু মেলায় এনসলেম এল মার্টিনের উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এসএসসি ৮৫’ এর বন্ধুরা। সঙ্গীত পরিবেশন করেন সাওগাতুল আনোয়ার খান, আশরাফ উদ্দিন মাহমুদ, মোরশেদ আলী মিজান, শিবানী ধর, সুরঞ্জিতা বড়ুয়া সুপ্তি, শিল্পী ইয়াসমিন, সাকিলা ইসলাম সোমা, নন্দিতা চক্রবতী, সমর মজুমদার, এনামুল মিটু, আব্দুস সেলিম সিজার, তুহিন, শহীদ লিটু, খালেদা নূর,   শহীদ লিটু, মলয় দস্তিদার, আতিক মিটু, কবিতা আবৃত্তি করেন ছবি রানী, জাকিয়া তাসনিম লিপি, গিয়াসসহ অনেকে।

এসএসসি ৮৫ চট্টগ্রাম বাংলাদেশ
উদ্বোধনী সংগীত পরিবেশন করেছন  এসএসসি ৮৫’র সংগীত শিল্পীরা

 

এসময় নেচে-গেয়ে, ঠোঁট মিলিয়ে করতালি দিয়ে প্রাণের উচ্ছ্বাস প্রকাশ করেন বিজয় শেখর দাশ, সারা তানভী, হাদিদুর রহমান, এমবি জামান সেলিম, আজিম উদ্দিন, আলমগীর হোসেন,  শেখ ইমরুল ইলাম, মোরশেদ মোহাম্মদ আলী, সেলিনা বেগম, সালেহউদ্দিন সালু, শাহেদুল ইসলাম শোভন, আজম খান, শিখা রানী শর্মা, মনোয়ারা বেগম মনি, উর্মি বড়ুয়া, রুখসানা কবির, নাজমা আক্তার, শার্মিলা চৌধুরী,

বিচিত্রা সেন, তাপসী দাশ, গাজী মিজান, আমান উল্লাহ ভুঁইয়া মামুন আনসারি. রমিজ আহমেদ, মুনমুন দাশ, বদিউর রহমান, গিয়াস উদ্দিন, কামরুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, এস এম মুরাদ, গোলাম মোর্শেদ , আবু শাকের, সুব্রত সেন গুপ্ত, একরামুল কবির মিটু,  রতন দাশ, প্রবাল রক্ষিত, জাহিদ উল্লাহ, বলরাম মিত্র, নাসের চৌধুরী, মিতা বড়ুয়া, সেলিম রেজা, জসিম উদ্দিন জিলানী, সানিয়া মুন, মিনহাজ উদ্দিন, গুলশান আরা জামান, শায়রুন নাহার আহমেদ, শামীমা মাওলা স্বপ্না,

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ২৩ ডিসেম্বর সন্ধ্যায় বিশাল এক কেক কেটে মিলন মেলা
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে মিলন মেলায় টুরিষ্ট পুলিশ  কক্সবাজার  জেলার এসপি জিল্লুর রহমান

 

রাশিদা বেগম, শিরিন আক্তার, হুমায়রা বেগম, তুলশী চরন দাশ, সাবরিনা সুলতানা, মারুফুর রহমান, আতিয়া বেগম, শিউলী দাশ, মিতা চৌধুরী, সাবিহা তানোয়াজ, হাবিবা ডেইজী, শিরিন মওলা রুনা, নয়না চৌধুরী, লায়লা নুর বেগম, নূর ই আফরোজ, জাকিয়া করিম মৌসুমী, আতিয়া বেগম, লুসি রোখসানা, সাবিরা ইসলাম, হাসনা সোমা, বিলকিস শানু, নাজমা হক নাজু, সাঈদা সাদেক, সেলিনা নাজনীন সারোয়াত খান মুনমুন, মাহমুদা পারভীন, সেলিনা আক্তার, সায়মা সিরাজ মিতা, সাকিলা ইসলাম সোমা, সালিমা আক্তার, আফরোজা পারভীন, মালেকা আক্তার, সালিমা আক্তার, আলম লিপি, শায়লা আহমেদ, মনিরা জেসমিন, ইসরাত পারভীন, শিউলী ইসলাম, হাজেরা খাতুন ডলি, আমরিন কামাল, সৈয়দা রোজী, পারভীন রিনা,

কক্সবাজারে এসএসসি ৮৫’ এর এ মিলন মেলায়
কক্সবাজারে এসএসসি ৮৫’ এর এ মিলন মেলার একাংশ

 

নুরুন নাহার আলফা, আজিম শরীফ, শাহান সিদ্দিক, রেজাউল করিম রিটন, আরিফ রহমান, জসিম আহমেদ, আল মামুন, খান মোহাম্মদ খোরশেদ, রুহুল আমিন, শফিকুর রহমান, ড.আশরাফ বিশ্বাস, এনাম মকুল, মন্টু মিয়া, এনামুল হক আজাদ, মনির ভুইঁয়া, কবির রুপম, খান তুহিন, ফয়েজ উল্লাহ, আসিফ ইকবাল, মঈনুল ইসলাম, মুকাম্মিল আলী, আলমগীর আলম,আহসানুল কবির রুপম, ফয়েস উল্লাহ, ছমির উদ্দিন, মনিরুজ্জান  জুয়েল, খান মবিন,  জাহাঙ্গীর আলম, আলাউদ্দিন চৌধুরী, আনামুল হক স্বপন শহীদুল হোসেন, এম জহির,  নাজিম উদ্দিন,  মোরশেদ শাহরিয়ার আসিফ জহির অংকুর,  সুমন শাহেদ পাটোয়ারি,  আশরাফুল আরেফিন, রুবেল,  সাজ্জাদুল ইসলাম, পরেশ কান্তি দে, আসিফ ইকবাল,  আতিকুর রহমান,  সুলতানুল ইসলাম টুটুল,  নসুরুল্লাহ খান,  কে আর খান পিংকু, জানে আলম, আরেফিন রুপম, আবু মনসুর, শহিদউল্লা,আরিফ হোসেন ভুঁইয়া,  শহীদুল্লা আনচারী, আবু নাঈম মোহাম্মদ তোহা, কামাল নাসের  রিংকু, নিজাম উদ্দিন সহ তিন শতাধিক এসএসসি ৮৫’ এর বন্ধু-বান্ধবী।

কক্সবাজারে এসএসসি ৮৫
কক্সবাজারে এসএসসি ৮৫ ‘র লুঙ্গি শো!

 

কক্সবাজারে এসএসসি ৮৫’ এর এ মিলন মেলায় এসে আমার বারবার মনে পড়ে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বিখ্যাত আবেগময় গানটি।

‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও
ভুলো না তারে ডেকে নিতে তুমি’।।

Loading


শিরোনাম বিএনএ