18 C
আবহাওয়া
৩:০৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ব‌্যাংকার্স ভ‌য়েস , চট্টগ্রাম ও সি‌লেট বিভা‌গে ‌অডিশন সম্পন্ন

ব‌্যাংকার্স ভ‌য়েস , চট্টগ্রাম ও সি‌লেট বিভা‌গে ‌অডিশন সম্পন্ন


ব‌্যাপক আগ্রহ ও অংশগ্রণের ম‌ধ্যে রি‌য়ে‌লি‌টি শো ব‌্যাংকার্স ভ‌য়েস এর চট্টগ্রাম ও সি‌লেট বিভা‌গের অ‌ডিশন শুক্রবার ও শ‌নিবার সম্পন্ন হ‌য়ে‌ছে।

চট্টগ্রা‌মের হা‌লিশহরস্থ ক‌্যামব্রিয়ান  ক‌লেজ ও স্কু‌লে শুক্রবার  শতা‌ধিক ব‌্যাংক কর্মী ও কর্মকর্তা অডিশ‌নে অংশ নেন। তারম‌ধ্যে ৩৮জন পরবর্তী রাউ‌ন্ডের জন‌্য ই‌য়েস কার্ড পান।

শ‌নিবার সি‌লেট শিল্পকলা একা‌ডে‌মি‌তে বিভাগ পর্যা‌য়ের অ‌ডিশ‌ন শেষ হয়। সেখা‌নে ই‌য়েস কার্ড পান ১৭জন।

Loading


শিরোনাম বিএনএ