25 C
আবহাওয়া
৪:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে যমুনা শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ৪ শ্রমিক

সীতাকুণ্ডে যমুনা শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ৪ শ্রমিক

কাল থেকে চালু হচ্ছে শিপব্রেকিং ইয়ার্ডসমূহ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার শীতলপুরের যমুনা শিপ ব্রেকার্সে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৪ জন শ্রমিক।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন যমুনা শিপ ব্রেকার্সের ব্যবস্থাপক মেজবা উদ্দিন।

শ্রমিকরা হলেন- মো. সোহেল রানা (২৫)। তিনি নাটোর জেলার গৌবিন্দাস থানার নোয়া পাড়া গ্রামের ছাদেক আলীর ছেলে। জাহিদ হাসান (২৬)। তিনি বগুড়া জেলার আদমদীঘি থানার শান্তিরা গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। মো. মিজানুর রহমান মিলন (৪০)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার মোহাম্মদ পুর গ্রামের ইব্রাহিমের ছেলে। মো. ফিরোজ (২৪)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ওরদা গ্রামের ছিদ্দিকের ছেলে।

তাদের মধ্যে দুইজনের পা ভেঙে গেছে। আগুনে দগ্ধ হওয়াদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

যমুনা শিপ ব্রেকার্সের ব্যবস্থাপক মেজবা উদ্দিন বলেন, জাহাজ কাটার সময় আগুনের ফুলকি দেখে ওরা লাফ দেয়। তখন দুজন অগ্নিদগ্ধ আর দুজনের পায়ে আঘাত লেগেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওখানে আমাদের অন্যান্য শ্রমিকরাও গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল বেলা যমুনা শিপ ইয়ার্ডে জাহাজ ভাঙা কারখানায় আগুনের ঘটেছে। আহত অবস্থায় চার শ্রমিককে হাসপাতালে নিয়ে আসে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ