বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রে বড়দিনের সকালে বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির টেনেসী অঙ্গরাজ্যের ন্যাশভিলের শহরতলিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিন জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে সিএনএনের খবরে বলা হয়েছে। এটি ‘আন্তর্জাতিক কাজ’ বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে বড়দিনে এই বিস্ফোরণ হয়। সেসময় ওই এলাকায় কাল ধোঁয়া দেখা গেছে।
এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানান, তার বাড়ির ঠিক সামনেই এই বিস্ফোরণ ঘটেছে। এর প্রভাবে তার বাড়ির জানালাগুলো ফেটে গেছে। রাস্তায় থাকা সব কিছুতেই আগুন লাগে। তিনটি গাড়ি সঙ্গে সঙ্গেই পুরে ছাড়খার হয়ে যায়।
মেট্রো ন্যাসভিল অফিসের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিস্ফোরণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করছে।
ন্যাসভিল পুলিশ বিভাগের মুখপাত্র ডন অ্যারন এক সংবাদ সম্মেলনে এই বিস্ফোরণকে ইচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন।
বর্তমানে ওই এলাকা তদন্তের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে এফবিআই এবং এটিএফসহ স্থানীয় ও ফেডারেল কয়েকটি সংস্থা।
ন্যাসভিল আগুন নির্বাপকের মুখপাত্র বলেন, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কারো অবস্থা গুরুতর নয়। বিস্ফোরণে গাছ ভেঙ্গে পড়েছে এবং সবখানে জানালা ভেঙ্গে গেছে।
বিএনএনিউজ/এইচ.এম।