বিএনএ, স্পোর্টস ডেস্ক : কোভিডের জেরে ২০২১ সালে ছোটদের দু’টি বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত নিল ফিফা। ছেলেদের অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ বাতিল ঘোষণা করল ফিফা।
ফিফা কাউন্সিল ব্যুরো জানিয়েছে, ২০২১-এর পরিবর্তে ২০২৩ সালে হবে এই দু’টি বিশ্বকাপ। আগামী বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। আর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজক দেশ ছিল পেরু। দু’ বছর পিছিয়ে গেলেও আয়োজক দেশ অপরিবর্তিত রাখা হয়েছে। ২০২৩ সালে এই দু’টি দেশেই হবে বিশ্বকাপ।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে বড় প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কোভিড-১৯ এখনও বড় চ্যালেঞ্জ। এখনও আন্তর্জাতিক স্তরে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে বিভিন্ন দেশে। আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট কনফেডারেশনের সঙ্গে ফিফা নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। বিশ্বজুড়ে পরিস্থিতি এখনও স্বাভাবিক না-হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
ফিফা আয়োজক সদস্য সমিতি এবং ইন্দোনেশিয়া এবং পেরুর কর্তৃপক্ষের প্রতিশ্রুতি এবং এ পর্যন্ত অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রস্তুতির জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ছোটদের দু’টি বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি মহিলাদের বিশ্বকাপের জন্য স্লট সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
অন্যদিকে ২০১৯ সালের সাফল্য থেকে উৎসাহীত হয়ে ২০২৩ সালের মহিলাদের ফুটবল বিশ্বকাপে ৩২টি দলকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এর জন্য এশিয়ান ফুটবল ফেডারেশনের জন্য ইভেন্টে স্লট সংখ্যা বাড়িয়ে ৬ করা হয়েছে। আফ্রিকান ফুটবল কনফেডারেশন বা সিএএফ থেকে চারটি দল সরাসরি টুর্নামেন্টে অংশ নিতে পারবে। কনকাকাফ, কনমেবল, ওএফসি এবং উয়েফা থেকে যথাক্রমে চার, তিন, এক এবং এগারোটি দেশের ডাইরেক্ট স্লট থাকবে ২০২৩ মহিলা বিশ্বকাপে।
বিএনএনিউজ/এইচ.এম।