20.7 C
আবহাওয়া
৪:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান হলেন লিটন দাস

বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান হলেন লিটন দাস

বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান হলেন লিটন দাস

বিএনএ,ক্রীড়াডেস্ক:২০২০ সালে করোনা মহামারিতে সিংহভাগ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।অনেক অনেক সিরিজ ভাইরাসটির দখলে চলে গেছে।এরপরও করোনার প্রকোপ শুরুর আগে ও পরে সবমিলিয়ে চলতি বছর ৪৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়েছে।যার মধ্যে ৪২টিতে জয়-পরাজয়ের দেখা পাওয়া গেছে।একটি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়েছে।

এই ৪৪ ম্যাচের মধ্যে বাংলাদেশ মাত্র ৩টি ম্যাচ খেলতে পেরেছে।আর তিন ম্যাচ খেলেই বিশ্বের সব ব্যাটসম্যানকে পেছনে ফেলেছেন বাংলাদেশের লিটন দাস।এ বছর এক ইনিংসে ১৭৬ রান করেছেন তিনি।যা বর্ষসেরার তালিকায় সবার উপরে।

আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।এক ইনিংসে তিনি সংগ্রহ করেছেন ১৫৮ রান।

চলতি বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ।সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০টি বাউন্ডারি ও তিনটি ছক্কার মারে ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল।যা ছিল ওই দিন পর্যন্ত বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।এর পরের ম্যাচেই ১৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে তামিমের সেই রেকর্ড নিজের করে নেন লিটন দাস।১৬টি চার ও ৮টি ছয়ের মার ছিল তার সেই ইনিংসে।

তৃতীয় স্থানটি দখল করেছেন আয়ারল্যান্ড দলের স্টারলিং। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ১৪২ রান করেন তিনি।ভারতের বিপক্ষে সদ্য অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের একটি ম্যাচে ১৩১ রানের ইনিংস খেলে চতুর্থ স্থানে আছেন অসি তারকা স্টিভ স্মিথ।বিশ্বের বাঘাবাঘা ব্যাটসম্যানদের পেছনে ফেলে ওমানের বিপক্ষে অপরাজিত ১২৯ রান খেলে তালিকার পঞ্চমে নাম লিখিয়েছেন নামিবিয়ার ক্রেইগ উইলিয়ামস।সমান রান করে উইলিয়ামসের পাশে নিজের নাম লিখিয়েছেন সাউথ আফ্রিকার জানেমান মালান।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ