30 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » পৃথক অভিযানে ৩৮ জুয়াড়ি আটক

পৃথক অভিযানে ৩৮ জুয়াড়ি আটক

পৃথক অভিযানে ৩৮ জুয়াড়ি আটক

বিএনএ, ঢাকা : রাজধানীর কদমতলী ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৮ জন জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-১০। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করেছে র‌্যাব।

শুক্রবার(২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০ এর একটি দল কদমতলীর মুন্সিখোলা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৯ জন জুয়ারীকে আটক করে। তারা হলেন- আব্দুল মোমিন (৫০), মজিবুর রহামান শিকদার (৪৮), কালু ড্রাইভার (৪০), রনি (৩০), মতিউর রহামান (৫৮), খলিল (৩৮), স্বপন মিয়া (৩৫), হাজী নজরুল ইসলাম (৫০), মনিরুল ইসলাম (৪২), নয়ন (২৯) সুমন (৪৮), বুলু (৬৩), সুমন (২৮), তৈয়ব খান (৩২), ছিদ্দিক (৪৫), বিল্লাল মিয়া (৩৫), সোলায়মান (৩১), আদু (৩০) এবং মামুন (৪২)। তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন, ৭ প্যাকেট ও খোলা অবস্থায় ৪৬৮ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ৫২ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ আরও জানায়, ব্যাটালিয়নের অপর একটি দল একইদিন চকবাজারের রহমতগঞ্জ এলাকা পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় আরও ১৯ জনকে আটক করে। তারা হলেন- আলমগীর (৩১), আব্দুর রহিম (৪৫), সিদ্দিকুর রহমান (৩২), মোহাম্মদ হাসান (৩৫), রুবেল (৩৫), মোহাম্মদ এনামুল (২৪), আব্দুস সালাম (৪২), মোহাম্মদ জাকির (৩২), মিজানুর রহমান (৪৪), কবির (২৩), ভুট্টো (৩৩), শুকুর মিয়া (৫২), রফিকুল ইসলাম (৪৭), ইমরান (২৮), মিরাজ (৩০), মোহাম্মদ আজিজুল (৩১), হৃদয় (২৪), ইব্রাহিম (৩২) এবং আব্দুল করিম (৪৮)। তাদের কাছ থেকে ১৬ প্যাকেট জুয়া খেলার কার্ড, ২টি টাকা জমা রাখার বাক্স ও নগদ ৮১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানিয়েছে, তারা পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।

বিএনএ/ওজি,এসকে

Loading


শিরোনাম বিএনএ