26 C
আবহাওয়া
৭:৪৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » তিউনিসিয়ায় নৌকাডুবিতে ২০ অভিবাসীর মৃত্যু

তিউনিসিয়ায় নৌকাডুবিতে ২০ অভিবাসীর মৃত্যু

তিউনিসিয়ায় নৌকাডুবিতে ২০ অভিবাসীর মৃত্যু

বিএনএ ,বিশ্বডেস্ক : তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২০ জন অভিবাসী  মারা গেছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ  দুর্ঘটনা ঘটে। তারা ভূমধ্যসাগর পেরিয়ে ইতালীয় ল্যাম্পেপুসা দ্বীপে যাওয়ার চেষ্টা করেছিলেন।

রয়টার্স জানায়, নৌকাটিতে ৪৫ জন অভিবাসী ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আরও ২০ জনকে উদ্ধারে অনুসন্ধান করা হচ্ছে।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র আলি আয়ারি  বলেছেন, তিউনিসিয়ার কোস্টগার্ড পাঁচজনকে উদ্ধার করেছে। অন্যদের খোঁজে অভিযান চালানো হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ বিন জেকরি বলেছেন, এস্ফ্যাক্সের উপকূল থেকে প্রায় ৬ মাইল দূরে ওই নৌকাটি ডুবে যায়। ২০ জনের মৃতদেহ এবং আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই সাব-সাহারান আফ্রিকার মানুষ।

ইউরোপে উন্নত জীবনের খোঁজে এস্ফ্যাক্সকে অন্যতম একটি রুট হিসেবে বেছে নিয়েছে অভিবাসীরা। সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ এই পথ পাড়ি দেয়ার চেষ্টা করে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) জানিয়েছে, ২০১৪ সাল থেকে এই পথ পাড়ি দিতে গিয়ে অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ