বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৩২টি নমুনা পরীক্ষায় ১২২জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে নগরে ১১০ জন এবং উপজেলায় ১২ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা এখন ২৯ হাজার ৪৮৪ জন। শুক্রবার (২৫ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের এই তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৯টি নমুনা পরীক্ষায় ১৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৩৮টি নমুনা পরীক্ষায় ১১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৭৫টি নমুনা পরীক্ষায় ৪১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৯টি নমুনা পরীক্ষায় ১১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০৬টি নমুনা পরীক্ষায় ২৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষা করে ৪ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৬টি নমুনা পরীক্ষায় ১৩জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২০টি নমুনা পরীক্ষা করে ১জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় ১২২জন বেড়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮৪জন। এরমধ্যে নগরে ২২ হাজার ৭৫৪ এবং ৬ হাজার ৭৫০জন। মৃত্যুর সংখ্যা ৩৫১জনে স্থির রয়েছে। যার মধ্যে ২৫০ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা। তবে, সুস্থতার কোনো তথ্য জানানো হয়নি।
বিএনএনিউজ/আমিন