17 C
আবহাওয়া
৭:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » মোহামেডানকে ৩-০গোলে হারালো আবাহনী

মোহামেডানকে ৩-০গোলে হারালো আবাহনী

আবাহনী

স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলের ম্যাচে  বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আবাহনী জিতেছে ৩-০ গোলে। ২টি গোল করেছেন জুয়েল রানা, অন্য গোলটি করেন আফগানিস্তানের মাসিহ সাইঘানি। প্রতিপক্ষ ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রায় হাজার দুয়েক দর্শক উপস্থিতিতে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই মোহামেডানকে চাপে রাখে আবাহনী। প্রথমার্ধের ৪১ মিনিটে মোহামেডানের জালে বল প্রথম বল পাঠায় আবাহনী। রায়হানের থ্রো থেকে হেডে বল জালে জড়ান দলটির আফগান ডিফেন্ডার মাসিহ সিগনাথ। চার মিনিট পর আরেকটি গোল খেয়ে বসে মোহামেডান। গোলরক্ষকের পাশে থেকেই হেড করে জালে জড়ান জুয়েল রানা। প্রথমার্ধের খেলা শেষ হয় ২-০ গোলে।

তৃতীয় গোলটিও আসে জুয়েলের পা থেকে। খেলার ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন জুয়েল। শেষ পর্যন্ত এই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

মোহামেডান বল দখলের লড়াইয়ে পাত্তা পায়নি মোহামেডা। ম্যাচের ৫৯ ভাগ সময় বল ছিল জীবন-জুয়েলদের পায়ে। পুরো ম্যাচে মোট ১১টি শট নেয় আবাহনী। অন্যদিকে মোহামেডানও ১১টি শট নেয়। তার মধ্যে ৯টিই ছিল লক্ষ্যের বাইরে!

বৃহস্পতিবার দিনের অপর খেলায় শেখ রাসেল ১-০গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে।

বিএনএ/ এইচ.এম/ এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ