20 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মালয়েশিয়া যাওয়ার পথে ৫৮ রোহিঙ্গা উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার পথে ৫৮ রোহিঙ্গা উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার পথে ৫৮ রোহিঙ্গা নাগরিক উদ্ধার

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।এসব রোহিঙ্গা অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে পুলিশের হাতে ধরা পড়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করা হয়।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি।

আরও পড়ুন: ফটিকছড়িতে নবজাতকের মরদেহ উদ্ধার

তিনি জানান, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের এনে টেকনাফে একটি এলাকায় রাখে পাচারকারী চক্রের সদস্যরা। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানবপাচার চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করে। এসময় ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে নারী পুরুষ ও শিশু রয়েছে।

ওসি আরও জানান, মানবপাচারকারী চক্রের বেশ কয়েকজন সদস্যের নাম পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশের কয়েকটি টিম এখনো মাঠে রয়েছে।

বিএনএনিউজ/ এইচএম ফরিদুল আলম শাহীন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ