বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া ও বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই ট্যাক্সি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, আবুল খায়েরের ছেলে মোবারক হোসেন (২০), একই এলাকার নুরুল আবছারের ছেলে মো. শাকিব (২৫)ও মো. হাসেমের ছেলে মো. করিম (৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে পটিয়া পৌর সদরের বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকায় চোরাই সিএনজিচালিত ট্যাক্সি বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে চোরচক্রের হোতা মোবারক হোসেনকে ট্যাক্সিসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, বাঁশখালীর পশ্চিম গোমদণ্ডী আবুল কালাম মেম্বারের বাড়ির আহম্মদ রশিদের বিল্ডিংয়ের সামনে থেকে আরও একটি ট্যাক্সি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: দ্বাদশ সংসদ নির্বাচনের হালচাল: সংসদীয় আসন-২৯৯ (রাঙ্গামাটি)
চুরির ঘটনায় পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, গ্রেপ্তাররা আন্তঃজেলা সিএনজিচালিত ট্যাক্সি চোরচক্রের সদস্য। অভিযানের সময় আরও দুই চোর পালিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিএনএনিউজ/ রেহানা/ বিএম