17 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিএনএ, খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (২৫ নভেম্বর)। ১৯৯১ সালের ২৫ নভেম্বর আনুষ্ঠিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। সময়ের পরিক্রমায় বিশ্ববিদ্যালয়টি বহুতাত্ত্বিক রূপ পেয়েছে। বর্তমানে এখানে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা, চারুকলাসহ বিভিন্ন বিষয় পড়ানো হয়।

এই বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদ এবং ২৯টি বিভাগ রয়েছে। ৩৪ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট শিক্ষার্থী সাত হাজার ৬৪৪ জন।

আরও পড়ুন: ভোটের মাঠে নেই বিদিশা এরশাদ

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহমুদ হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনায় বিশ্বমান অর্জনে জোর দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম বৃদ্ধি ও গবেষণার অনুদান বৃদ্ধি করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ