23 C
আবহাওয়া
৮:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চীনে আবাসিক ভবনে আগুনে প্রাণ গেল ১০ জনের

চীনে আবাসিক ভবনে আগুনে প্রাণ গেল ১০ জনের


বিএনএ, বিশ্বডেস্কঃ চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে আগুন লেগে ১০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে একটি আবাসিক বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধদের জরুরি চিকিৎসা দেয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়। আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর ৯ জন বর্তমানে শঙ্কামুক্ত। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তাদের দুর্নীতি ও দায়িত্বে অবহেলা এবং পুরোপুরি আইন না মেনে চলার কারণে চীনে অগ্নিকাণ্ড একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এ সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় আনিয়াং নগরীতে একটি কারখানায় আগুনে ৩৮ জনের মৃত্যু এবং দুজন আহত হয়। জরুরি ব্যবস্থাপনা ও উদ্ধারকাজ পরিচালনার জন্য একই সময় ঘটনাস্থলে পৌঁছায় জননিরাপত্তা, ইমারজেন্সি রেসপন্স, শহর কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ সরবরাহ বিভাগের বিভিন্ন ইউনিট।

অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার ক্ষেত্রে আইন লঙ্ঘন করে কর্মীদের ইলেক্ট্রিক ওয়েল্ডিং করাকে দায়ী করে কর্তৃপক্ষ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ