24 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নারায়নগঞ্জে নৌকা-নাঙ্গল প্রতীক সমর্থকদের সংঘর্ষ

নারায়নগঞ্জে নৌকা-নাঙ্গল প্রতীক সমর্থকদের সংঘর্ষ

নারায়নগঞ্জে নৌকা-নাঙ্গল প্রতীক সমর্থকদের সংঘর্ষ

বিএনএ নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাঙ্গল ও নৌকা প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার বস্তল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ও তার সমর্থকরা জনসংযোগ করছিলেন।সে সময় নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরসহ তার সমর্থকরা তাদের মুখোমুখি হলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান,   পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

বিএনএনিউজ/বুলবুল,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ