31 C
আবহাওয়া
১২:১২ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ডিএলএস মেথডে থাইল্যান্ডের কাছে বাংলাদেশের হার

ডিএলএস মেথডে থাইল্যান্ডের কাছে বাংলাদেশের হার

ডিএলএস মেথডে বাংলাদেশকে হারাল থাইল্যান্ড-ফাইল ছবি

বিএনএ,স্পোর্টসডেস্ক: আইসিসি নারী বিশ্বকাপ ২০২২ এর বাছাই পর্বে(ICC Women’s World Cup 2021 Qualifiers) বৃহস্পতিবার(২৫নভেম্বর) “বি”গ্রুপের খেলায় টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় থাইল্যান্ড নারী ক্রিকেট দল। দুপুর দেড়টায় জিম্বাবুয়ের রাজধানী হারারে স্পোর্টস মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। উভয়দলের এটি তৃতীয় খেলা।

টস হেরে মুরশিদা খাতুনের ৪১ ও ফারজানা হকের ৫১ রানের ইনিংসে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান করতে সমর্থ হয় টাইগ্রেসরা।

১৭৭ রানের জয়ের লক্ষে ব্যাট করে  থাইল্যান্ড । ওপেনার স্বর্ণারিন ১১৩বলে ৬৯ রান,নাথাখান ৬৯ বলে ৩৭ রান করেন। থাইল্যান্ড দল ৩৯.২ওভার খেলে ২উইকেটে ১৩২রান নেয়। কিন্ত সন্ধ্যার পর বিদ্যুৎ সংকটে স্টেডিয়াম অন্ধকারে নিমজ্জিত হলে খেলার জয় পরাজয় নির্ধারণে ডিএলএস পদ্ধতি অনুসরণ করা হয়। তাতে থাইল্যান্ডকে ৮ উইকেটে জয়ী ঘোষণা করা হয়।   Thailand Women won by 8 wickets (DLS method)।

বাংলাদেশ দলের কে কতটি উইকেট পেলেন:

ফাহিমা-১, নাহিদা-১।

বাংলাদেশ দলের কে কত রান করলেন: 

মুর্শিদা খাতুন ৮০বলে ৫টি চারসহ ৪৬রান করেন।

শারমিন আক্তার ৮বলে মাত্র একরান

অধিনায়ক নিগার সুলতানা ১৮বলে একরান।

Fargana Hoque

ফারজানা হক ৮১ বলে ৬টি চারসহ ৫১রান করেন।

রিতু মনি ১৭বলে ৫রান নেন।

ফাহিমা শূণ্য রানে আউট হন।

লতা মন্ডল ৩৪ বলে ২৯রান, সালমা ও নাহিদা যথাক্রমে ৩ ও ১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ অতিরিক্ত রান পেয়েছে ১২।

ইতোমধ্যে থাইল্যান্ড দু’খেলায় একটিতে জয় ও একটিতে হেরেছে। অপরদিকে বাংলাদেশ সমসংখ্যক খেলায় ২ জয় নিয়ে পয়েন্ট তালিকায় বি গ্রুপের শীর্ষে রয়েছে।

থাইল্যান্ড নারী ক্রিকেট দল রেকর্ড : 

গত ২১নভেম্বর জিম্বাবুয়ের বিরুদ্ধে| ২৪৭/৬রান করে জয়ী হয় থাইল্যান্ড। আবার ২৩নভেম্বর পাকিস্তানের দেয়া টার্গেট ১৪৬রানের জয়ের লক্ষে খেলতে নেমে ৪২.৫ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৩রান সংগ্রহ করতে সমর্থ হয়।

 

বাংলাদেশ নারী ক্রিকেট দল রেকর্ড :

বাংলাদেশ বাছাই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে এবং দ্বিতীয় ম্যাচে ইউএসএকে পরাজিত করেছে।

সর্বশেষ পয়েন্ট তালিকা দেখুন: 

আরও পড়ুন: আইসিসি ওমেন্স ক্রিকেট বিশ্বকাপ নিউজিল্যান্ড২০২২

 

আইসিসি নারী বিশ্বকাপ ২০২২ এর বাছাই পর্বের(ICC Women’s World Cup 2021 Qualifiers) আরও খবর

আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ২৯রানে জয়ী

দিনের অপর খেলায় আয়ারল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ৪১.৫ওভারে ১৯৯রান সংগ্রহ করেছে। জয়ের লক্ষে ২০০রানের টার্গেটে ব্যাট করে নেদারল্যান্ড নারী ক্রিকেট দল ৪৮ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৭০রানে থেমে যায়। ফলে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ২৯রানে জয়ী হয়।

জিম্বাবুয়ে ১উইকেটে জয়ী

দিনের তৃতীয় খেলায় যুক্তরাষ্ট্র(ইউএসএ) প্রথমে ব্যাট করে ৪৪.৪ ওভার খেলে ১৩১রান সংগ্রহ করেছে সবকটি উইকেট হারিয়ে। স্বাগতিক জিম্বাবুয়ে জয়ের লক্ষে ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে ৩৩.৩ওভার খেলে ৯উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায়। ফলাফল: জিম্বাবুয়ে ১উইকেটে জয়ী।

ICC Women’s World Cup 2021 Qualifiers: বাংলাদেশ নারী ক্রিকেট দলের পরবর্তী খেলার সূচি: 

২৯নভেম্বর:  জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল  বনাম বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ