বিএনএ, ঢাকা: একটি দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত হবার একদিন যেতে না যেতেই সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন আরও একজন। নিহতের নাম-আহসান কবীর খান (৪৫)। তিনি একজন পথচারী । তার মরদেহ কলাবাগান থানায় নেয়া হয়েছে।বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান বলেন, ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছেন। এ নিয়ে তদন্ত চলছে।
এর আগে গতকাল রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে আজও আন্দোলন করছে শিক্ষার্থীরা
বিএনএ/ ওজি, জিএন