32 C
আবহাওয়া
২:১৫ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » আরও এক দফা ভাঙছে কংগ্রেস

আরও এক দফা ভাঙছে কংগ্রেস

আরও এক দফা ভাঙছে কংগ্রেস

বিএনএ ডেস্ক : আরও এক দফা ভাঙতে যাচ্ছে কংগ্রেস। ১২ জন বিধায়ক নিয়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন মেঘালয়ের মুকুল। এর ফলে মেঘালয়ে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১৮ থেকে  ৬ এ নেমে আসবে। সেই হিসেবে তৃণমূল মেঘালয়ে প্রধান বিরোধী দল হতে পারে।২০১০ থেকে ২০১৮ পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল। বর্তমানে তিনি ওই রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, ২০০৪ সালের লোকসভা ভোটের আগে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার প্রাক্তন স্পিকার পি এ সাংমা এনসিপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। সে বছর লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জেতেন তিনি। প্রয়াত পূর্ণের ছেলে কনরাড বর্তমানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং এনপিপি দলের প্রধান।

স্থানীয় সূত্রে জানা যায়, মাস দেড়েক আগে তাঁর বিরোধী পক্ষের নেতা হিসেবে পরিচিত লোকসভার সংসদ সদস্য ভিনসেন্ট পালাকে মেঘালয় প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয়। তার পর থেকেই তৃণমূলের সঙ্গে ‘যোগাযোগ’ শুরু মুকুলের। এত দিনে তা পরিণতি পেল।সুস্মিতা দেবের পর মুকুল এমন একজন নেতা তৃণমূলে যোগ দিতে চলেছেন, যাঁর উত্তর-পূর্বে খুব জনপ্রিয়তা রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ