22 C
আবহাওয়া
৫:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ইংল্যান্ডে যাওয়ার পথে নৌকাডুবি,২৭ অভিবাসীর মৃত্যু

ইংল্যান্ডে যাওয়ার পথে নৌকাডুবি,২৭ অভিবাসীর মৃত্যু

ইংল্যান্ডে যাওয়ার পথে নৌকাডুবি,

বিএনএ, বিশ্বডেস্ক : ইংল্যান্ডে যাওয়ার পথে নেীকাডুবিতে  অন্তত ২৭ শরণার্থী অভিবাসী মারা গেছে। স্থানীয় সময় বুধবার (২৪ নভেম্বর) ফ্রান্সের উত্তর উপকূলে ঘটনাটি ঘটে ।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে,  বুধবার স্বাভাবিকের চেয়ে বেশি শরণার্থী এবং অভিবাসী নিয়ে ফ্রান্সের উত্তর উপকূল থেকে নৌকাটি ছেড়েছিল।অনুসন্ধানে অংশ নিতে তিনটি নৌকা ও তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন  ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, “ইংরেজি চ্যানেলে একটি অভিবাসী নৌকা ডুবে যাওয়ার ফলে বেশ কয়েকজন নিহত হয়েছেন।”উদ্ধারকর্মীরা কাজ করছে। আশাকরি আমরা সবাইকে উদ্ধার করতে পারবো।

এদিকে জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এই ঘটনাটিকে ইংলিশ চ্যানেলের সবচেয়ে বড় একক প্রাণহানির ঘটনা বলে অভিহিত করেছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ