26 C
আবহাওয়া
৩:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ সাংবাদিক নিহত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ সাংবাদিক নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। একইসঙ্গে, পৃথক এক হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলীর কিছু ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল।শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি।

খবরে বলা হয়, নিহত তিন সাংবাদিকের মধ্যে দুজনই আল মায়াদিন টিভিতে কাজ করতেন।

তারা হলেন, ক্যামেরা অপারেটর গাসান নাজার ও ব্রডকাস্ট টেকনিশিয়ান মোহাম্মদ রিডা। তৃতীয় সাংবাদিক আল-মানারের।

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সংশ্লিষ্ট আল-মানার টিভি জানিয়েছে, হাসবায়া অঞ্চলে বিমান হামলায় তাদের ক্যামেরা অপারেটর উইসাম কাসিম নিহত হয়েছেন।

স্থানীয় নিউজ স্টেশন আল জাদিদের প্রচারিত ফুটেজে দেখা যায়, বিভিন্ন গণমাধ্যমের অনেকগুলো শ্যালেট বিধ্বস্ত হয়ে গিয়েছে। সেইসাথে অনেক ভবন ধ্বসে পড়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে সাংবাদিক নিহতের ঘটনায় এখন পর্যন্ত মন্তব্য পাওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ