15 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » Cwc23 : আরো একটা অঘটনের লক্ষ্যে মাঠে নেমেছে নেদারল্যান্ডস!

Cwc23 : আরো একটা অঘটনের লক্ষ্যে মাঠে নেমেছে নেদারল্যান্ডস!

Cwc23 : আরো একটা অঘটনের লক্ষ্যে মাঠে নেমেছে নেদারল্যান্ডস

দক্ষিণ আফ্রিকাকে চমকে দেয়ার পর এবার অজিদের চোখ রাঙাচ্ছেন স্কট এডওয়ার্ডসরা।বুধবার(২৫ অক্টোবর ২০২৩)  ICC Men’s Cricket World Cup 2023 এর  অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়া দল মাঠে ব্যাট করছে
অস্ট্রেলিয়া দল

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ৭ ওভারে ৫০ রানর তুলতে গিয়ে এক উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডস এর লোগার ভ্যান বিক প্রথম উইকেট লাভ করেন।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আরো একটা অঘটনের লক্ষ্যে আজ মাঠে নেমেছে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকাকে চমকে দেয়ার পর এবার অজিদের চোখ রাঙাচ্ছেন স্কট এডওয়ার্ডসরা।

দুই দলের(Australia v Netherlands) একাদশে আজ কোন পরিবর্তন নেই।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মার্কোস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেক স্টার্ক, এডাম জাম্পা ও হ্যাজলউড।

নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ড, টিম প্রিংল, ফ্রেড ক্লাসেন, পল মিকিরেন, রুলেফ ভ্যান ডার মিরি, বেন্ডন গ্লোভার ও লুগান ভেন বিক।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ