বিএনএ, মিরসরাই: মিরসরাই ইকোনমিক জোনে ড্রেজার ডুবে নিখোঁজ ৮ শ্রমিকের মরদেহ ২০ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি। ঘটনাস্থলে মিরসরাই উপজেলা প্রশাসন, থানা পুলিশ, কোষ্টগার্ড, আনসার ও ফায়ার সার্ভিসের ডুবুরী দলসহ বিভিন্ন সংস্থার উদ্ধারকারি দল উপস্থিত থাকলেও এখনো নিখোঁজ কোন শ্রমিকের মরদেহ উদ্ধার করতে পারেনি।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টায় মিরসরাই উপজেলার সাহেরখালি ইউপি ১নম্বর ওয়ার্ড বেড়িবাঁধ হতে ৫শ ফুট দূরত্বে বালি উত্তোলনকালে একটি ড্রেজার ডুবে যায়। এসময় ড্রেজারে থাকা ৮ শ্রমিক নিখোঁজ হয়।
ড্রেজার মেশিনটি মিরসরাই অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পপার্ক এর ৩ নম্বর বসুন্ধরা এলাকায় বালু উত্তোলনের কাজে নিয়োজিত ছিল। নিখোঁজ শ্রমিকরা সবাই বসুন্ধরা গ্রুপের শ্রমিক। তারা পটুয়াখালী জেলার সদর থানার জনকাঠী মোল্লাবাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
নিখোঁজ শ্রমিকদের আপনজনরা উদ্ধার অভিযানে বিলম্ব হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। তারা বলেন দুর্ঘটনার ২০ ঘণ্টা পার হলেও আমাদের স্বজনদের মরদেহ উদ্ধার করতে পারেনি উদ্ধারকারি দল।
মিরসরাই কোষ্টগার্ড ইনচার্জ জানান, সাগরে এমন দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনা করার মতো তাদের কোন সরঞ্জাম বা ব্যবস্থা রাখা হয়নি। এমনকি সাগরে টহল দিতে হলেও নৌকা ভাড়া করে দিতে হয়।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ইমাম হোসেন জানান, সাগরে ভাটার টানে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। স্রোত কমলেই ঘণ্টা খানেকের মধ্যেই নিখোঁজ শ্রমিকদের মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করবে ডুবুরী দল।
বিএনএ/আশরাফ, এমএফ