25 C
আবহাওয়া
৫:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীর নিচু এলাকায় ‘ঘরে ঘরে’ পানি

রাজধানীর নিচু এলাকায় ‘ঘরে ঘরে’ পানি

পানি

বিএনএ ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাং ভোলার উপকূলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল বৃষ্টি ঝরিয়ে এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এসময় উপকূলীয় এলাকাসহ সারা দেশে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। একে রাজধানীর নিচু এলাকার ঘর-বাড়ি থৈ থৈ পানিতে সয়লাব। ঢাকার দুই সিটি করপোরেশনের ড্রেনেজ ব্যবস্থা নাজুক হওয়ার বাসা বাড়িতেও ঢুকে পড়ছে পানি। ফলে সবমিলিয়ে নাগরিক জীবনে দুর্বিষহ ভোগান্তি দেখা গেছে।

সোমবার (২৪ অক্টোবর) রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ছাড়াও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বেশকিছু এলাকা ঘুরে এসব তথ্য জানা গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার সকাল থেকে শুরু বৃষ্টি সারাদিন মানুষকে ভুগিয়েছে। তার ওপর দিনশেষে রাজধানীবাসীর ভোগান্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে জলাবদ্ধতা।

সোমবার শেষ বিকালের পরও রাজধানীতে কর্মজীবী মানুষদের বৃষ্টি উপেক্ষা করে বাড়ির পানে ছুটতে দেখা গেছে। তবে বাড়ি ফেরার সময়ও বৃষ্টির দাপট আর রাজধানীর চিরচেনা জলাবদ্ধতা যেন নিত্যসঙ্গী হয় তাদের। মাথায় ছাতা নিয়ে পানি হাঁটুপানি মাড়িয়ে ঘরে ফিরছে অনেকেই।

অন্যদিকে রাজধানীর কোনো কোনো সড়কের জলাবদ্ধতার এতটাই বেশি দেখা গেছে যে, যানবাহন চলার সময় সড়কে রীতিমতো ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। আর সেই ঢেউ এসে আছড়ে পড়ছে পথচারীর শরীরে।

সোমবার রাতে খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর ধানমন্ডি, মিরপুর রোড, ধানমন্ডি ২৭, জিগাতলা, মিরপুর, কালশী, পল্টন, ফকিরাপুল, জিয়া সরণি, মালিবাগ, নয়াপল্টনসহ রাজধানীর বেশকিছু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, ডিএনসিসির ১০টি অঞ্চলেই জলাবদ্ধতা দূর করার জন্য সকাল থেকে টিম কাজ করছে। এ সময় মূল সড়কে সারাদিন কোথাও দীর্ঘসময় পানি জমে জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হয়নি বলেও দাবি করেন তিনি।

ডিএনসিসির সার্বিক প্রস্তুতির বিষয়ে মকবুল হোসাইন আরও বলেন, সন্ধ্যায় বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় এবং নিরবচ্ছিন্ন বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লাগছে। আমাদের টিম সার্বক্ষণিক কাজ করছে। রাতেও আমাদের টিম কাজ করছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ