বিএনএ, স্পোর্টস ডেস্ক : স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ১৯১ রানের বড় টার্গেট দিল আফগানরা। সোমবার (২৫ অক্টোবর) শারজায় ৪ উইকেটে ১৯০ রানের বড় সংগ্রহ করে আফগানিস্তান।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। আফগানিস্তানে দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ উদ্বোধনী জুটিতে অর্ধশতক পাড় করেন। ব্যক্তিগত ২২ রানের মাথায় শেহজাদের বিদায়ে ভাঙ্গে ৫৪ রানের জুটি। সাফিয়ান শরিফের বলে সীমানার কাছে ক্রিস গ্রায়েভসের হাতে ধরা পড়ে আউট হন শেহজাদ। অন্য ওপেনার জাজাই বিদায় নেওয়ার আগে ৩০ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে যান। যেখানে ৩টি চার ও তিনটি ছক্কার মার চিল।
দুই ওপেনারের বিদায়ের পর ৮৭ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ ও নাজিবুল্লাহ জাদরান মিলে। গুরবাজ ৩৭ বলে করেন ৪৬ রান।নাজিবুল্লাহ শুরুতে ধীর গতির ইনিংস খেলতে থাকলেও শেষ দিকে পুষিয়ে নেন। ৩০ বলে অর্ধশতক হাঁকানোর পর শেষ পর্যন্ত ৩৪ বলে স্কোর বোর্ডে ৫৯ রান যোগ করেন।
স্কটল্যান্ডের পক্ষে সাফিয়ান শরিফ দুইটি এবং জস ডাভি ও মার্ক ওয়াট একটি করে উইকেট নেন।
জেতার জন্য ১৯১ রান করতে হবে স্কটিশদের।
আফগানিস্তান একাদশ
হজরতউল্লাই জাজাই, মোহাম্মদ শেহজাদ, রহমানউল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, আসগর আফগান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও করিম জানাত।
স্কটল্যান্ড একাদশ
জর্জ মুনসি, কাইলে কোয়েৎজার, ম্যাথিউ ক্রুস, রিচি বেরিংটন, ক্যালম ম্যাকলেড, মাইকেল লেয়াস্ক, ক্রিস গ্রায়েভস, মার্ক ওয়াট, ব্রাডলি হোয়েল, সাফিয়ান শরিফ ও জস ডাভি।
বিএনএনিউজ/এইচ.এম।