26 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৫
Bnanews24.com
Home » জুটি বাঁধলেন নিশো- ফারিণ

জুটি বাঁধলেন নিশো- ফারিণ

জুটি বাঁধলেন নিশো- ফারিণ

বিএনএ, বিনোদন ডেস্ক : সময়ের সাহসী পরিচালক শিহাব শাহীন ‘মরীচিকা’ ওয়েব সিরিজে সফলতা পাওয়ার পর নতুন ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’নিমার্ণ করতে যাচ্ছেন। সিরিজটিতে নিশোর সঙ্গে জুটি বাঁধবেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

এরই মধ্যে ছোট পর্দায় সাফল্য পেয়েছেন ফারিণ। কাজ করেছেন বেশ কিছু ওয়েব প্লাটফর্মেও। এবার নিশোর সঙ্গে হাজির হবে ‘সিন্ডিকেট’ এ।

পরিচালক জানান, তার নতুন এই সিরিজে অনেক চমক থাকবে। আপাতত নিশো ও ফারিণের নামটিই প্রকাশ করলেন।

‘সিন্ডিকেট’ নিয়ে শিহাব শাহীন বলেন, ‘এটি ক্রাইম থ্রিলার ঘরানার সিরিজ। গল্পে ও চরিত্রায়ণে ভিন্নতা রাখার চেষ্টা করেছি। এখনকার দর্শক যা দেখতে পছন্দ করেন সেরকম অনেক আবহই থাকবে এতে। বেশ ক’জন দুর্দান্ত শিল্পীরা কাজ করবেন। আশা করছি জমজমাট একটা সিরিজ নিয়ে আসতে পারবো।’

তিনি আরও বলেন, ‘সিন্ডিকেট শব্দটাই নেগেটিভ, যেটার পেছনে থাকে দুর্নীতি। এসব দুর্নীতি-ই এই গল্পে উঠে আসবে।’

এ সিরিজে কাজ করা প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘ওটিটি প্লাটফর্মে কাজগুলো খুব ভালো হচ্ছে এখন। আমি যে কয়টা কাজ করেছি সেগুলোতেও ভালো সাড়া পেয়েছি। শিহাব শাহীন ভাইয়ের ‘সিন্ডিকেট’ সিরিজটিও চমৎকার হবে।’

নির্মাতা জানান, আগামী ডিসেম্বর থেকে সিরিজটির শুটিং শুরু হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে হবে ‘সিন্ডিকেট’র শুটিং।

বিএনএনিউজ/ আর আর খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা সরকার দীপ্ত টিভির কার্যক্রম বন্ধ করেনি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দেশে ফিরছেন খালেদা জিয়া: পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার তুরস্কের মাওলানা রইসের রক্ত বৃথা যাবে না—বোয়ালখালীতে জনতার শপথ আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন দুই আসামি এস আলমের স্টিল ও ব্যাগ কারখানা বিক্রি করবে ইসলামী ব্যাংক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে: সিইসি চট্টগ্রামে পুকুর থেকে ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার চট্টগ্রামে ব্যাটারিরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৩