বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৮ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৮৯ জন। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৬৫ হাজার ৯৮১ জন।
সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কেউ মারা যাননি।
বিএনএনিউজ/এইচ.এম।