বিএনএ, ঢাকা: মামলায় শুধুমাত্র প্রকৃতভাবে জড়িতদের আইনের আওতায় আনার জন্য স্পষ্ট নির্দেশনা রয়েছে, এবং কাউকে অযথা হয়রানি করা হবে না। ২৫ সেপ্টেম্বর ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের পর তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করেন। এখানে সুস্পষ্ট নির্দেশনা হলো, মামলায় যারা প্রকৃতভাবে জড়িত তাদেরই আইনের আওতায় আনা। কাউকে ইচ্ছাকৃতভাবে হয়রানি বা গ্রেফতার করা হচ্ছে না, হবে না।
যেসব মামলার বাদী খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের বিষয়ে ডিসি বলেন, মিথ্যা অভিযোগ করলে বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে মনগড়া অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয় না। বাদীদের সঠিক ও বস্তুনিষ্ঠ অভিযোগ দিতে হবে।
বিএনএনিউজ২৪, এসজিএন