27 C
আবহাওয়া
১২:১৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পৃক্ততাকে স্বাগত জানালেন বাইডেন

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পৃক্ততাকে স্বাগত জানালেন বাইডেন

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পৃক্ততাকে স্বাগত জানালেন বাইডেন

বিএনএ, ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯ টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে বৈঠকের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি  প্রকাশ করে হোয়াইট হাউস।

বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের অভিনন্দন জানাতে প্রেসিডেন্ট জো বাইডেন আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন। উভয় নেতা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন, যার ভিত্তি অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং উভয় দেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন।

উল্লেখ্য,ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারত যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ৮ আগস্ট অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।

বিএনএনিউজ/ আরএস/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ